বৃহস্পতিবার , ২৭ জানুয়ারি ২০২২ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আজ বাবর-রিজওয়ান মুখোমুখি

Paris
জানুয়ারি ২৭, ২০২২ ৭:০০ অপরাহ্ণ

আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর। প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে পাকিস্তানের দুই বড় তারকার দুই দল। রাত ৮টায় মুখোমুখি হবে বাবর আজমের করাচি কিংস ও মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতানস।

করাচি কিংস অধিনায়ক বাবর আজম এবারের আসরের শিরোপা নিয়ে আশাবাদী।

মাত্রই আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাবর। দলের প্রতি তার দায়িত্বের কথাও মনে রেখেছেন। সমর্থকদের হতাশ করতে চান না তিনি। বাবর আজম বলেন, ‘করাচি কিংসে ইমাদ ওয়াসিমের ধারাবাহিকতা আমি ধরে রাখতে চাই। শিরোপা জয়ই আমার মূল লক্ষ্য। আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হওয়াটা গর্বের। এটা আমাকে আরো ভালো খেলতে অনুপ্রেরণা জোগাবে। এবার সব দলই ভালো হওয়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে আসর। ’পাকিস্তান সুপার লিগে অংশগ্রহণকারী দলগুলো হলো: ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, লাহোর কালান্দার্স, মুলতান সুলতান, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটর্স। এবারের আসরে প্রথম ধাপের ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে করাচিতে। ১০ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ধাপের খেলা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ২৭ ফেব্রুয়ারি ফাইনাল হবে লাহোরে।

সর্বশেষ - খেলা