সিল্কসিটিনিউজ ডেস্ক :
প্রাত্যহিক জীবনে ঝামেলা মানুষের নিত্যসঙ্গী। ঝামেলার সঙ্গে পাল্লা দিয়েই এগিয়ে যেতে হয়। প্রতিটি ঝামেলা শেষে আসে সাফল্যও। এমন মানুষ পাওয়া মুশকিল যার জীবনে ঝামেলা নেই।
কোনো দিন বেশি কিংবা কম, ঝামেলা থাকবেই।
ঝামেলা নিয়েই কেন বলছি? কারণটা অন্য রকম। ঝামেলা নিয়ে আছে একটি দিবস। আজকেই সেই দিন।
৯ নভেম্বরের এই দিবসটির নাম ‘ঝামেলার শেষ নেই’ (ক্যাওস নেভার ডাইস ডে)।
ডেজ অব দ্য ইয়ারের তথ্য বলছে, এই দিনটি প্রথম পালিত হয় যুক্তরাষ্ট্রে। তবে কবে, কখন, কিভাবে এর শুরুটা হয়েছিল, তা জানা যায়নি।
এই দিনটি সহজভাবে ঝামেলা গ্রহণ করে তা সামলানোর বিষয়টিকে মনে করিয়ে দেয়।
অর্থাৎ ঝামেলাকে ইতিবাচকভাবে নিয়ে তা মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে।
সূত্র: কালের কণ্ঠ