বুধবার , ২৪ আগস্ট ২০১৬ | ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইতালির ভূমিকম্পের ভয়াবহতা ’ছবি

Paris
আগস্ট ২৪, ২০১৬ ১:৩৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে তিনটার দিকে শক্তিশালী মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইতালির বিভিন্ন শহর। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৬.২ মাত্রার ওই ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল রোমের উত্তর-পূর্বের রেইতি নামক একটি স্থান।

এটির উৎপত্তিস্থল ছিল ভূমির ১০ কিলোমিটার গভীরে। ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর থেমে থেমে অনুভূত হওয়া আফটার শকে এখনও কেঁপে উঠছে ইতালি। এখন পর্যন্ত সবচেয়ে তীব্র আফটার শকের মাত্রা ৫.৫। ভূমিকম্পে ইতালির আমাত্রিস শহরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। এ ভূমিকম্পে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২১ জন নিহত হয়েছে।

শহরটিতে ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছেন। এখন পর্যন্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও, আমাত্রিস শহরের ধ্বংস্তূপ থেকে আরও অনেক মৃতদেহ পাওয়া যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আমাত্রিস শহরের মেয়র সেরজিও পিরোজ্জি বলেন ‘শহর থেকে বের হওয়ার এবং প্রবেশের সকল রাস্তা বন্ধ হয়ে গেছে। শহরের অর্ধেকই নাই হয়ে গেছে’। তিনি আরও বলেন, ‘ধবংস্তুপের নিচে মানুষ চাপা পড়েছে। ভূমিধস হয়েছে। একটি সেতুও বোধহয় ভেঙে পড়েছে’।
ছবিতে দেখে নেওয়া যাক ইতালির ভূমিকম্পের ভয়াবহতা-

.

আমাত্রিস শহরের ধ্বংসস্তূপ থেকে একজন আহতকে বের করে আনা হচ্ছে

 

 

ধ্বংসস্তূপে আটকা পড়াদের খুঁজছেন উদ্ধারকারীরা

 

 

উৎপত্তিস্থল থেকে ১০০ মাইল দূরে রোম শহরেও ভূমিকম্প অনুভূত হয়েছে

 

.

ভূমিকম্পে আহত এক ব্যক্তি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন

 

.

ভূমিকম্পের পর ইতালির লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে

 

 

আকুমোলি শহরে একই পরিবারের চারজন নিহত হয়েছে

 

 

 

 

 

 

 

 

সূত্র: বাংলা ট্রিবিউন

সর্বশেষ - আন্তর্জাতিক