আজ আতঙ্কিত দেশবাসীর মুখে হাসি ফোটাতে চান নবি

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ শুরু হচ্ছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের। গত অগস্টে তালেবানি অভ্যুত্থানের পর থেকে দেশটির পরিস্থিতি বদলে গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নবিদের খেলা নিয়েই সংশয় তৈরি হয়ে গিয়েছিল। কারণ মেয়েদের ক্রিকেট বন্ধ করে দিয়েছে তালেবান। শেষ পর্যন্ত আফগানদের বিশ্বকাপে খেলার অনুমতি দিয়েছে আইসিসি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে।

বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে স্কটল্যান্ড আর আফগানিস্তান। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবি বলেছেন, ‘গত কয়েক মাস ধরে আমাদের দেশে কী ঘটে যাচ্ছে তা কারও অজানা নয়। এই অস্থিরতার মধ্যেও প্রত্যেকে তৈরি বিশ্বকাপের জন্য। এই মুহূর্তে একমাত্র ক্রিকেটই হাসি ফোটাতে পারে আফগানিস্তানের মানুষের মুখে। আমরা যদি ভাল খেলি এবং ম্যাচ জিতি, তা হলে সকলেই দারুণ খুশি হবেন।’

নবি আরও বলেছেন, ‘দুবাইয়ে পা রাখার পরে আমাদের কিছু সমস্যা হয়েছিল। যদিও সেটা খুব একটা বড় নয়। অনুশীলনের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলে আমরা তৈরি। শেষ মুহূর্তে আমাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়। চেষ্টা করব, নিজেকে উজাড় করে দিতে। আমাদের লক্ষ্য দলীয় পারফর্মেন্স। গত দেড় সপ্তাহ ধরে আমরা সাধ্যমতো চেষ্টা করছি। কয়েক বছর ধরেই আমরা একে অপরকে খুব ভাল করে চিনি।’

আরব আমিরাতে খেলার অভিজ্ঞতা যে তাদের বাড়তি সুবিধা দেবে, তা গোপন করেননি নবি, ‘আমিরাতে আমরা প্রচুর ক্রিকেট খেলেছি। তাই এখানকার পরিবেশ সম্পর্কে আমরা ভালো করে জানি। ক্রিকেটাররা সকলেই জানে এখানে কী ভাবে খেলতে হয়। আশা করছি, মাঠে নেমে সেরাটাই দেব। যোগ্যতা অর্জন পর্ব একেবারেই সহজ নয়। কঠিন লড়াই করে পরের পর্বে যোগ্যতা অর্জন করতে হয়েছে। এই কারণেই নামিবিয়া ও স্কটল্যান্ডের সাফল্যে আমি দারুণ খুশি।’

 

সূত্রঃ কালের কণ্ঠ