আজিমপুরের তিন নারী ‘জঙ্গি’ সাতদিনের রিমান্ডে

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর আজিমপুরের জঙ্গি আস্তানা থেকে আটক তিন নারীকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম নুর নবী এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সহকারী কমিশনার আহসানুল হক ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তিন নারী হলেন আরেফিন প্রিয়তি, আবেদাতুল ফাতেমা ও শাহেলা আরফিন।

পুলিশের অপরাধ, তথ্য ও প্রসিকিশন বিভাগের উপকমিশনার এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় আজিমপুরে জঙ্গি আস্তানার খোঁজ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে নিহত হয় একজন।

এ সময় তিন নারীকে আহত অবস্থায় আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরে এ বিষয়ে রাজধানীর হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়।

সূত্র: এনটিভি