আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ফের যুদ্ধ শুরু

বিতর্কিত অঞ্চল নাগরনো-কারাবাখ নিয়ে নতুন করে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। সংঘর্ষের জন্য উভয়পক্ষ একে অপরকে দোষারোপ করেছে।

বেসামরিক স্থাপনায় শনিবার গোলার্ষণের জন্য আজারবাইজারের বাহিনীকে দায়ী করেছে আর্মেনিয়া। আজারবাইজান অবশ্য বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ অস্বীকার করেছে। বাকু দাবি করেছে, আর্মেনিয়ার বাহিনী যুদ্ধের ময়দান থেকে সরে গেলে তারা যুদ্ধবিরতি কার্যকর করতে প্রস্তুত।

নাগরনো-কারাবাখের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাতে আসকেরান ও মার্তুনি এলাকায় গোলাবর্ষণ করেছে আজেরি বাহিনী। তবে বাকু জানিয়েছে, মর্টার, ট্যাংক ও ক্ষুদ্র অস্ত্র নিয়ে তাদের অবস্থানে হামলা চালানো হয়েছিল।

শুক্রবার প্রতিবেশী এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। বৈঠকের একদিন পরই নতুন করে সংঘর্ষের সূত্রপাত হলো।

গত ২৭ সেপ্টেম্বর নাগরনো-কারাবাখ নিয়ে যুদ্ধ শুরু হয় আর্মেনিয়া ও আজারবাইজানের। রাশিয়ার প্রচেষ্টায় দুই দফা যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রত্যেকবারই তা লঙ্ঘিত হয়েছে।