আজারবাইজান-আর্মেনিয়া সংঘর্ষ, হেলিকপ্টার ভূপাতিত

আজারবাইজান ও আর্মেনিয়ায় নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। গোলযোগপূর্ণ ককেশীয় এলাকা নাগরানো-কারবাখের মধ্যে শুরু হয়েছে এ সংঘর্ষ। সংঘাতে আজারবাইজানের একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পশিনিয়ান বলছেন, আজারবাইজান বিমান হামলা চালিয়েছে। এদিকে আজারবাইজান বলেছে আর্মেনিয়ার পক্ষ থেকে তীব্র গোলাগুলির পর তারা পতিক্রিয়া দেখিয়েছে। নাগরনো-কারবাখ নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় ৮০ এর দশকে। সোভিয়েতি ইউনিয়নের পতনের পর ১৯৯১ সালে পুরোপুরি যুদ্ধ ছড়িয়ে পড়ে। ১৯৯৪ সালে ওই যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

গেল জুলাইয়ে আজারবাইজান ও আর্মেনিয়া সীমান্তে সংঘাতে ১৬ জনের মৃত্যু হয়েছিল।

 

সূত্রঃ কালের কণ্ঠ