আজভস্টাল থেকে বের হচ্ছেন বেসামরিক লোকজন

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক জানিয়েছেন, শুক্রবার মারিউপোলের আজভস্টাল থেকে বেসামরিক লোকদের বের হওয়ার ‘পরবর্তী ধাপ’ শুরু হয়েছে।

আন্দ্রি ইয়ারমাক জানিয়েছেন, বেসামরিক লোকদের উদ্ধার করার অভিযানের ফলাফল পরবর্তীতে জানানো হবে।

বৃহস্পতিবার জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, জাতিসংঘ ও রেডক্রস আশা করছে, শুক্রবার আজভস্টাল থেকে আরও বেসামরিক লোকদের উদ্ধার করতে সক্ষম হবেন তারা।

তবে উদ্ধারকারী বহরের অবস্থান সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক আরও বলেছেন, আজভস্টাল থেকে সকল বেসামরিক লোকদের বের করে নিয়ে আসার জন্য যা করার দরকার তার সব করা অব্যহত রাখবে ইউক্রেন।  সাহায্যের জন্য জাতিসংঘকে ধন্যবাদ।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর থেকে আজভস্টালে বেসামরিক লোকদের  বের হওয়ার খবর জানানো হলেও, ইউক্রেনের সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, রাশিয়া এখনো স্টিল কারখানাটি ঘিরে রেখেছে এবং কয়েক জায়গায় হামলা চালিয়েই যাচ্ছে।

রাশিয়ার পক্ষ থেকে অবশ্য বৃহস্পতিবার বলা হয় তারা তিনদিনের জন্য এই স্টিল কারখানায় সকল ধরনের হামলা বন্ধ রাখবে।  এ সময়ের মধ্যে বেসামরিক লোকদের বের হয়ে যাওয়ার সুযোগ দেবে তারা।

 

সূত্রঃ যুগান্তর