বৃহস্পতিবার , ১০ মার্চ ২০২২ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আজকের রাশিফল: জেনে নিন কেমন কাটবে দিন

Paris
মার্চ ১০, ২০২২ ৯:৩২ পূর্বাহ্ণ

পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি―মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়।

মেষ:

কোনো যোগাযোগে লাভবান হতে পারেন। কারো কথা রক্ষা করতে গিয়ে বিব্রত হতে পারেন। পুরনো সমস্যার জট খুলবে। সঠিক পরিশ্রমের ভালো ফল লাভ হবে। প্রার্থনায় শান্তি পাবেন। ভ্রমণ শুভ।

বৃষ:

অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে। হারানো কিছু পুনরুদ্ধার হতে পারে। স্বজন বিষয়ে উদ্বেগ থাকবে। হঠকারী সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কা। ঋণ নিতে হতে পারে। লক্ষ্যে স্থির থাকলে সুফল পাবেন। প্রিয়জনের পরামর্শ লেবেন।

মিথুন:

জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ইতিবাচক থাকবে। ব্যবসায়ীদের অর্থভাগ্যের কিছুটা পরিবর্তন হবে। কল্যাণকর কাজে যুক্ত থাকবেন। পরিকল্পনা বাস্তবায়নের পথ পাবেন। ব্যক্তিগত বিষয়ে স্বস্তি আসবে। নিজের ওপর আস্থা রাখুন।

কর্কট:

কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি হবে। কাজের চাপ থাকবে। অনিচ্ছা সত্ত্বেও অনুরোধ রক্ষা করতে হবে। বিরূপ পারিপার্শ্বিকতায় বিষণ্ন থাকতে পারেন। ব্যবসার ক্ষেত্রে অর্থের জোগান ভালো হবে।

সিংহ:

কর্মক্ষেত্রে জটিলতা দূর হবে। পাওনা অর্থ আদায়ে অগ্রগতি হবে। বন্ধুর সহযোগিতা পাবেন। কোনো লাভজনক কাজের সুযোগ আসতে পারে। আশা পূরণের সুযোগ আসবে। কথোপকথনে ধৈর্য ধরুন।

কন্যা:

সামাজিক কর্মকাণ্ডে অনুকূল অবস্থা থাকবে। উন্নতির ক্ষেত্রে অন্যের সহায়তা পাবেন। বিতর্ক থেকে নিজেকে সংযত রাখুন। প্রতিশ্রুতি রক্ষায় মনোযোগ দিন। বুদ্ধিমত্তা ও কঠোর পরিশ্রমে কাজ সম্পন্ন হবে।

তুলা:

বিদেশ থেকে ভালো সংবাদ পেতে পারেন। কল্যাণমূলক কাজের ভাবনায় উৎসাহী হবেন। বন্ধুর সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনার অগ্রগতি হবে। মানুষের সেবা করে আনন্দ পাবেন। ভ্রমণ শুভ।

বৃশ্চিক:

পেশাগত কাজে সাফল্য। ব্যবসাক্ষেত্রে সমস্যা মিটবে। কাজকর্মে পরিশ্রম বাড়বে। প্রিয়জনের অসুস্থতায় চিন্তিত থাকবেন। দুর্ঘটনা থেকে সতর্ক থাকবেন। অন্যের দায়িত্ব নেবেন না। ভালো থাকবেন।

ধনু:

কাজে উন্নতির যোগ আছে। ব্যবসায়ীদের আশানুরূপ লাভ না হলেও কোনো সমস্যা সমাধান হবে। কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। শৃঙ্খলাবিরোধী কোনো কিছুতে জড়াবেন না। শরীর ভালো রাখুন।

মকর:

কর্মপ্রার্থীদের আকস্মিক কছু পরিবর্তন ঘটতে পারে। অন্যের সন্তুষ্টির জন্য সাধ্যের বাইরে কিছু করতে পারেন। সাফল্য নির্ভর করবে আপনার দূরদর্শিতার ওপর। জনসমাগম এড়িয়ে চলুন।

কুম্ভ:

সামাজিক যোগাযোগ বাড়বে। কাজের স্বীকৃতি পাবেন। আর্থিক চাপ কমবে। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। প্রচেষ্টা অব্যাহত রাখুন। ভালো থাকুন।

মীন:

স্থাবর সম্পত্তিসংক্রান্ত বিষয়ের আলোচনায় অগ্রগতি হবে। ভবিষ্যৎ ভাবনা বৃদ্ধি পাবে। আগের কোনো কাজের সুফল এখন পাবেন। ব্যবসায় বাড়তি আয়ের সুযোগ আসবে। কল্যাণমূলক কাজে আনন্দ পাবেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - লাইফ স্টাইল