শুক্রবার , ২৫ অক্টোবর ২০২৪ | ১০ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আচারি ভুনা খিচুড়ি রেসিপি

Paris
অক্টোবর ২৫, ২০২৪ ১১:৫৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আচারি ভুনা খিচুড়ি রেসিপি

উপকরণঃ
পোলাওয়ের চাল ৩ কাপ
মুগ ডাল দেড় কাপ
সর্ষের তেল আধা কাপ
পেঁয়াজকুচি ১ কাপ
আদাকুচি ১ টেবিল চামচ
টমেটোকুচি আধা কাপ
থেঁতলানো রসুন ৭ু৮টি কোয়া
এলাচি ৪টি
লবঙ্গ ২টি
তেজপাতা ২টি
দারুচিনি ২টি
রসুনবাটা ১ টেবিল চামচ
আদাবাটা ১ টেবিল চামচ
হলুদ ১ চা-চামচ
মরিচগুঁড়া আধা চা-চামচ
জিরাগুঁড়া ১ চা-চামচ
ধনেগুঁড়া ১ চা-চামচ
আস্ত জিরা ১ চা-চামচ ফোড়নের জন্য
আস্ত সর্ষে ১ চা-চামচ ফোড়নের জন্য
আস্ত লাল মরিচ ৩টি
যেকোনো আচার ৩ টেবিল চামচ
লবণ স্বাদমতো
কাঁচা মরিচ ৮-১০টি
গরম পানি ৬ কাপ

প্রণালিঃ
মুগ ডাল সামান্য ভেজে নিন। ডালের রং একটু পরিবর্তন হলে নামিয়ে নিন। ১ ঘণ্টা ভিজিয়ে রাখা ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে তেল গরম করে আস্ত শর্ষে, জিরা ও আস্ত মরিচের ফোড়ন দিন। এবার থেঁতলানো রসুন, পেঁয়াজকুচি, আদাকুচি ও গরমমসলা কিছুক্ষণ ভেজে নিন। পেঁয়াজে বাদামি রং চলে এলে আদা ও রসুনবাটা দিয়ে দিন। একটু নেড়ে সব গুঁড়া মসলা ও লবণ দিয়ে দিন। মসলা ভালো করে কষিয়ে চাল ও ডাল দিয়ে দিন। চাল ও ডাল ভালো করে নেড়েচেড়ে ভাজুন। ফুটন্ত গরম পানি দিন। বলক উঠলে আস্ত কাঁচা মরিচ ও আচার দিন। মাঝারি আঁচে ৫ মিনিটের জন্য ঢেকে দিন। ৫ মিনিট পর ঢাকনা তুলে নেড়েচেড়ে আবার ৫ মিনিটের জন্য দমে রাখুন। নামিয়ে গরম-গরম পরিবেশন করুন।

সর্বশেষ - লাইফ স্টাইল