‘আগামী এক বছরের মধ্যে রাজশাহী-কলকাতা ট্রেন চালু’

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, থমকে থাকা রাজশাহীর উন্নয়ন আবারো শুরু হয়েছে। ইতোমধ্যে বিরতিহীন ট্রেন চালু হয়েছে। আর আগামী এক বছরের মধ্যে রাজশাহী-কলকাতা ট্রেন চালু হবে। আগামীতে শিল্পায়নসহ সার্বিক ক্ষেত্রে উন্নয়ন হবে।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নগরভবনের সম্মেলন কক্ষে ‘পরিচ্ছন্ন-সবুজ ক্যাম্পাস প্রতিযোগিতা’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

অনুষ্ঠানে তিনি আরো বলেন, বাংলাদেশের সব শহরগুলোর মধ্যে যদি পরিচ্ছন্নতা নিয়ে কোনো প্রতিযোগিতা হয়, তবে সেই প্রতিযোগিতায় রাজশাহী হবে এক নম্বর শহর। আমরা এতেই সন্তুষ্ট থাকতে চাই না। আমরা চাই রাজশাহীকে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম সেরা শহরে পরিণত করতে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এখন নিজ নিজ জায়গা থেকে সবাইকে সচেতন হতে হবে, এগিয়ে আসতে হবে। পরিচ্ছন্ন শহরের পাশাপাশি নিজেদের মনকেও পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

বিডিক্লিন রাজশাহী বিভাগীয় সমন্বয়ক নাইমুল ইসলাম সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান, টির্চাস টেনিং কলেজের প্রফেসর ড. শিরিন আখতার, মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাসুম সরকার, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

স/অ