আক্কেলপুরে কর্মহীন মানুষের মাঝে শিক্ষার্থীদের খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট :
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের প্রভাবে মানুষ যখন কর্মহীন হয়ে পড়েছে ঠিক সেই সময় জয়পুরহাটের আক্কেলপুরের রায়কালী ইউনিয়নের কয়েকটি গ্রামের অসহায়, দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার রায়কালী ইউনিয়নের আকন্দপাড়া, পুন্ডুরিয়া, সোনার পাড়াসহ বিভিন্ন এলাকার শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ওহাব কাজী, সরকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এ এম শাকিল হোসেন, নওগাঁ সরকারি কলেজ শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ হৃদয়, সোহান প্রামানিক, বদলগাছি কলেজ শিক্ষার্থী রাসেল আকন্দ, তিলকপুর কলেজ শিক্ষার্থী সবুজ আকন্দ প্রমুখ।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী এ এম শাকিল বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রভাবে বর্তমানে কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়ছে খেটে খাওয়া সাধারণ মানুষ। আমরা সাধারণ শিক্ষার্থী সেইসব অসহায় মানুষদের মাঝে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ বিতরণ করেছি। করোনা’র সংক্রামন থেকে নিজেদের বাঁচাতে এবং সকলকে সুস্থ থাকতে ঘরে থাকার জন্যও অনুরোধ করা হয়।

সচেতন হয়ে সকলে স্বাস্থ্য বিধি মেনে চললে দ্রুতই এই ভাইরাস থেকে পরিত্রান পাওয়া সম্ভব হবে। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

স/অ