আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। সর্বক্ষেত্রে ব্যর্থতা আড়াল করতে এ সরকার নতুন নতুন ইস্যু তৈরি করছে। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অংশগ্রহণ নিয়ে কথা বলছে। কারণ তাদের এসব করা ছাড়া আর কিছু নেই। আসলে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। এজন্যেই আজকে দেশের এই অবস্থা।’

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির (জাফর) সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে ও এএসএম শামীমের পরিচালনায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এনপিপি চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আজ মানুষকে বাঁচাতে হলে টিকা দরকার। কিন্তু সরকার চার শতাংশ টিকাও যোগাড় করতে পারেনি। কিন্তু প্রতিদিন স্বাস্থ্যমন্ত্রী বলছেন, এই আসছে পাঁচ লাখ, এই আসছে ১০ লাখ। কিন্তু প্রকৃতপক্ষে চার ভাগের বেশি মানুষকে টিকা দেয়া হয়নি। কারণ তারা দুর্নীতির কারণে ব্যর্থ হয়েছেন। তাছাড়া করোনা আক্রান্ত মানুষের তুলনায় কোভিড টেস্ট এর হারও একেবারেই কম। বিভিন্ন খাতে প্রণোদনার নামে লুটপাট করা হয়েছে। সাধারণ মানুষকে সহযোগিতার নামে হয়েছে পুরোটাই আত্মসাত।’

মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের জন্য যিনি আপসহীন সংগ্রাম করলেন তিনি এখনো গৃহবন্দি। আমরা তাকে মুক্ত করতে পারিনি। এই ব্যর্থতার কারণ- ক্ষমতাসীনরা সকল বিরোধী শক্তিকে ধ্বংস করে দিয়েছে। এদের তাড়াতে প্রয়োজন জনগণের ও সকল রাজনৈতিক দলের ইস্পাত কঠিন ঐক্য। কেউ এসে আমাদের গণতন্ত্র দিয়ে যাবে না। কেউ এসে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে না। আমাদের অধিকার আমাদেরই আদায় করতে হবে।’

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন