আইসিসির সদর দপ্তরে করোনার থাবা

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টান্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী। সংযুক্ত আরব আমিরাতের নিয়ম অনুযায়ী স্বেচ্ছা-আইসোলেশনে পাঠানো হয়েছে আক্রান্তদের। তবে কর্মচারীদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে এখনও কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি আইসিসি।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, করোনায় আক্রান্ত ব্যক্তিদের সংর্স্পশে আসা অন্যান্য ব্যক্তিদেরও আইসোলেশনে পাঠিয়েছে আইসিসি। স্বাস্থ্য সুরক্ষার জন্য আগামী কয়েকদিন বন্ধ থাকতে পারে আইসিসির সদরদপ্তর। ফলে আইসিসি কর্মকর্তা-কর্মচারীদের বাসা থেকে কাজ করার পরামর্শ দেয়া হতে পারে। আইসিসির সদরদপ্তর বন্ধ থাকলেও একাডেমি খোলা থাকবে।

এদিকে মরুরদেশে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ছয়টি দল আইসিসির একাডেমিতে অনুশীলন করছে। তাই উৎকন্ঠা জেগেছিল, কোনো খেলোয়াড়ের সমস্যা হতে পারে কি-না! পিটিআই বলছে, আইসিসি একাডেমি এখনও সুরক্ষিত আছে। কারণ আইসিসির কোনো কর্মকর্তা আইপিএলের দলগুলোর অনুশীলনে উপস্থিত থাকেন না। তাই আইপিএল খেলতে আসা খেলোয়াড়দের আক্রান্ত হওয়ার কোন সম্ভাবনা নেই।

 

সূত্রঃ কালের কণ্ঠ