আইসিইউতে ক্রিকেটার মোশাররফ রুবেল

সিল্কসিটি নিউজ ডেস্ক:

প্রায় ৩ বছর ধরে ব্রেইন টিউমারের দুরারোগ্য ক্যান্সারে ভুগছেন জাতীয় দলের সাবেক তারকা মোশাররফ রুবেল।দেশে ও বিদেশে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ্য বোধ করছিলেন। কদিন আগে ২৪ নম্বর কেমোথেরাপি শেষে সে কথা ফেসবুকে জানিয়েছিলেন।

কিন্তু হঠাৎ করে ফের অসুস্থ হয়ে পড়েছে বাঁহাতি এই স্পিনার। অবস্থা এতোটাই গুরুতর যে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে তাকে।

ক্রিকেটার মোশারফ হোসেন রুবেলের স্ত্রী ফারহানা চৈতি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কান্নাজড়িত কণ্ঠে ফারহানা চৈতি বলেন, ‘দোয়া করবেন রুবেলের জন্য। ওকে আইসিইউতে নেওয়া হয়েছে সন্ধ্যা ৭টায়।’

তিনি বলেছেন, খুব সংকটাপন্ন না হলেও তার অবস্থা খুব একটা স্থিতিশীল নয়। কিছুদিন যাবতই শরীর খারাপের দিকে যাচ্ছে। বর্তমান অবস্থায় চিকিৎসকরা তাই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখাকেই উত্তম মনে করেছেন।

রুবেলের শারীরিক অবস্থার বিষয়ে কিছুদিন আগেই চৈতি ফারহানা গণমাধ্যমকে জানিয়েছিলেন, বর্তমানে টিউমার স্থিতিশীল থাকলেও  নার্ভের সমস্যা দেখা দিচ্ছে রুবেলের। বাঁ হাত আর বাঁ পা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। হাতের কব্জি থেকে আঙুল পর্যন্ত অবশ হয়ে থাকে, এতে নাড়াচাড়া করতে বেশ বেগ পেতে হয় রুবেলকে। আগের মতো সাবলীলভাবে কথা বলতেও সমস্যা হচ্ছে।

সূূত্র: যুগান্তর