আইপিএলে এক বোলারের জন্য ৫ ওভারের প্রস্তাব ওয়ার্নের

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইপিএল। এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। সেই আইপিএলকে আরও আকর্ষণীয় করতে এবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির কাছে অভিনব প্রস্তাব দিলেন অজি কিংবদন্তি শেন ওয়ার্ন।

সাধারণভাবে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিটা দলে একজন করে বোলার সর্বোচ্চ চার ওভার বল করতে পারেন। এই নিয়মটির পরিবর্তন চাইছেন ওয়ার্ন। তার মতে, টি-টোয়েন্টিতে যদি একজন বোলার ৪ ওভারের বদলে ৫ ওভার করতে দেওয়া হয় তাহলে নাকি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

টুইট করে ওয়ার্ন লিখেছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে একজন বোলারকে পাঁচ ওভার দেওয়ার প্রস্তাবে দারুন সমর্থন পেয়েছি আমি। আইসিসি দ্রুত এটা চালু করুক। সম্ভবত আমরা ১৯ সেপ্টেম্বর থেকে শুরু আইপিএলেও এটা চেষ্টা করতে পারি

ভারতে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় শেষ পর্যন্ত বিদেশের মাটিতে আইপিএল করতে বাধ্য হয়েছে বিসিসিআই। সবদিক বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের জন্য সুরক্ষিত ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন