অ্যাশেজে স্লেজিং নেই; এত ‘বন্ধুত্ব’ পছন্দ হচ্ছে না ম্যাকগ্রার

অ্যাশেজ মানেই অগ্নিগর্ভ পরিস্থিতি। টুর্নামেন্ট শুরুর অনেক আগেই দুই দলের কথার লড়াই শুরু হয়ে যায়। টুর্নামেন্ট মাঠে গড়ালে তা আরো ব্যাপক আকার নেয়। কিন্তু এবারের অ্যাশেজে তেমন কিছু দেখা যাচ্ছে না। বরং দুই দলের ক্রিকেটারদের মাঝে বেশ ‘খাতির’ দেখা যাচ্ছে। বিষয়টা মানতেই পারছেন না অস্ট্রেলিয়ার পেস কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা। তিনি চান, মাঠের খেলায় ভদ্র ব্যবহার ছেড়ে ক্রিকেটাররা আরো আগ্রাসী হয়ে উঠুক।

অস্ট্রেলিয়ার এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকগ্রা বলেছেন, ‘মাঝে মাঝে একটু ভদ্র হওয়া ভালো; কিন্তু সেই ভদ্রতা একটানা দেখেই যাচ্ছি! খুব বেশি ভদ্র ব্যবহার দেখা যাচ্ছে। আরো বেশি আগ্রাসন এবং কঠোর হয়ে খেলার প্রবণতা নেই। ক্রিকেটাররা যেন একটু দমে গেছে। আমার মনে আছে, নাসের হুসেন যেবার ইংল্যান্ড দলকে নিয়ে এখানে এসেছিল, তখন আমাদের সঙ্গে কথা বলার অধিকারটুকুও ওদের ছিল না। এমনকি দিনটা ভালো যাক জাতীয় কথাও ওরা বলতে পারত না।’

প্রথম দুই টেস্টে তেমন কোনো ধরনের লড়াই-ই করতে পারেনি ইংল‍্যান্ড। ৫ ম্যাচের সিরিজে তারা এরই মধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে গেছে। এখনকার ক্রিকেটারদের সঙ্গে পার্থক্য বোঝাতে গিয়ে ম্যাকগ্রা বলেছেন, ‘এখন কোনো ইংলিশ বা অস্ট্রেলিয়ান ক্রিকেটার সাক্ষাৎকার দিতে এসে সতীর্থের ডাকনাম ব্যবহার করে। ব্রডি, জিমি, কেজ। আমি সেদিনই জিজ্ঞেস করছিলাম, এই কেজটা কে? পরে জানতে পারি, সেটা অ্যালেক্স ক্যারির ডাকনাম। ওরা একে অন্যের অনেক বেশি বন্ধু। আমাদের সময়ে এটা ছিল না।’

 

সূত্রঃ কালের কণ্ঠ