‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’কে টপকে শীর্ষে ‘অ্যাভাটার ২’

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ডিসেম্বরে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’। অ্যাভাটারের ঐতিহ্য ধরে রেখে মুক্তির পর বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করে জেমস ক্যামেরুনের সিনেমাটি। এখন পর্যন্ত বক্স অফিসের রেকর্ড অনুযায়ী ১.৭ বিলিয়ন ডলার আয় করে নিয়েছে এটি।

এদিকে মুক্তির মাত্র মাত্র চার সপ্তাহের মধ্যে জেমস ক্যামেরুনের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’ ভারতে হলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে শীর্ষস্থান দখল করেছে। ভারতে এখন পর্যন্ত ৪৫৪ কোটি রুপি আয় করে নিয়েছে ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’। রুশো ব্রাদার্স এর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর সর্বমোট আয়কে পেছনে ফেলে এখন ভারতে সর্বাধিক আয়কৃত হলিউড সিনেমা ‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’।

২০১৯ মুক্তিপ্রাপ্ত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ তিন বছর ধরে ভারতে বক্স অফিস চার্টের শীর্ষে ছিল। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ৪৩৮ কোটি রুপি আয় করেছিল।

‘অ্যাভাটার : দ্য ওয়ে অফ ওয়াটার’ ভারতে ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়লাম ভাষায় মুক্তি পাওয়ায় সিনেমাটি ভারতীয় বক্স অফিসে দারুণ ব্যবসা করছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, ভারতে শীঘ্রই ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করবে সিনেমাটি।

সূত্র: কালের কণ্ঠ