অস্ট্রেলিয়ায় লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ

করোনার বিস্তার রোধে সরকারের জারি করা লকডাউনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। শনিবার বিক্ষোভ মিছিল থেকে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

বিবিসি জানিয়েছে, করোনার প্রাদুর্ভাব কেন্দ্র মেলবোর্নে প্রায় এক মাস ধরে কঠোর নিষেধাজ্ঞা চলছে। এর প্রতিবাদে শনিবার প্রায় ৩০০ মানুষ বিক্ষোভ করেছে। সিডনি, ব্রিসবেন, অ্যাডিলেড ও পার্থে ছোট আকারে বিক্ষোভ হয়েছে।

অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ২৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত দুই মাসে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা তিন গুণের বেশি বেড়েছে। একই সময় দেশটিতে মৃতের সংখ্যা ১০৪ থেকে বেড়ে ৭৪৮ এ পৌঁছেছে।

মেলবোর্নে বিক্ষোভকারীরা ‘স্বাধীনতা’ এবং ‘মানবাধিকার গুরুত্বপূর্ণ’ বলে স্লোগান দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, মেলবোর্নে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৪ জনকে লকডাউনের নিয়মের ভঙ্গ এবং এক জনকে পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সিডনি ও বায়রন বে শহরে বিক্ষোভ হয়েছে। এখানে বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে।