অস্ট্রেলিয়াকে ১২৫ রানেই গুটিয়ে দিল ইংল্যান্ড

ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি অস্ট্রেলিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে লড়াই করার মতো পুঁজি পায়নি অসিরা। ১০ উইকেট হারিয়ে ১২৫ রান তুলতে সক্ষম হয় অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া।

শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ২৬তম ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করে অস্ট্রেলিয়া।

প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় অসিরা। ৩.৫ ওভারে দলীয় ১৫ রানে ফেরেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল। ওয়ার্নারকে আউট করেন ক্রিস ওকস।

তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা স্টিভেন স্মিথকে ফেরান ক্রিস জর্ডান। চারে ব্যাটিংয়ে নেমে ক্রিস জর্ডানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

৬.১ ওভারে দলীয় ২১ রানে ফেরেন মার্কু স্টয়নিস। ৫১ রানে আউট হন উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। ১৭.৪ ওভারে ফেরেন অ্যাস্টন অ্যাগার।

দলের এমন চরম বিপর্যয়ে ইনিংসের শুরু থেকেই দায়িত্বশীলতার পরিচয় দেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ১৯তম ওভারে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। তার আগে ৪৯ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে দলীয় সর্বোচ্চ ৪৪ রান করেন।

এরপর মাত্র ১২ রানে আউট হন প্যাট কামিন্স। ১ রানে রান আউট অ্যাডাম জাম্পা।

ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডান ১৭ রানে ৩ উইকেট শিকার করেন। ২৩ রানে ২ উইকেট নেন ক্রিস ওকস।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১২৫/১০ (অ্যারন ফিঞ্চ ৪৪, অ্যাস্টন অ্যাগার ২০, ম্যাথু ওয়েড ১৮, মিসেল স্টার্ক ১৩, প্যাট কামিন্স ১২; ক্রিস জর্ডান ৩/১৭, ক্রিস ওকস ২/২৩)।

 

সূত্রঃ যুগান্তর