‘অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা সম্ভব’

সিল্কসিটিনিউজ ডেস্ক

জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্যই সিরিজ জেতা সম্ভব। শুধু তা-ই নয়, অসিদের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করা সম্ভব।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল বলেছেন, আমার মনে হয় পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ বা ৫-০ ব্যবধানেও জেতা সম্ভব। তবে এ জন্য আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। সিরিজে সে আত্মবিশ্বাস কাজে লাগাতে পারলে ভালো ফল সম্ভব।

২০০৫ সালে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের (ওয়ানডে) স্বাদ পায় বাংলাদেশ। সাবেক এ তারকা ক্রিকেটার আরও বলেছেন, মাহমুদউল্লাহ তো টসে জিতে প্রথম ম্যাচে বোলিং নিতে চেয়েছিল। তবে এ উইকেটে টস হারাটা পক্ষে এসেছে বাংলাদেশের। ফিল্ডিং বা বোলিং প্রথম ম্যাচে অসাধারণ ছিল। তবে ব্যাটিংটা আরেকটু ভালো হতে পারত। আমার মনে হয়, স্কোরটা একটু কম হয়ে গেছে।

প্রথম ম্যাচে ৫ উইকেটে ১৩১ রানের পুঁজি নিয়ে অস্ট্রেলিয়াকে ১০৮ রানে অলআউট করে ২৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ দল।

প্রথম ম্যাচে টাইগারদের পারফরম্যান্স মূল্যায়নে আশরাফুল বলেন, শুরুতেই ব্রেক থ্রু পাওয়ার পর একটা আত্মবিশ্বাস চলে এসেছিল দলের মধ্যে, সেটি কাজে লেগেছে। শুরুতে মেহেদী, নাসুমের বোলিং দারুণ ছিল। আর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ তো অনভিজ্ঞ, শুরুতে উইকেট নিতে পারলেই তাদের চাপে ফেলা যায়। আর ভাগ্যের সহায়তাও ছিল। আর টি-টোয়েন্টিতে ২৩ রানের জয় তো বড় ব্যবধানেই।

সূত্র: যুগান্তর