অল্পের জন্য রক্ষা পেলেন সাকিব

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।

 

আজ সকালে কক্সবাজারের উখিয়ায় একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধস্ত হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।

 

জানা গেছে, সাকিব আল হাসানকে ইনানির একটি হোটেলে নামিয়ে ফেরার পথে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। এতে হতাহতের ঘটনা ঘটে। সাকিব এর আগেই নেমে যান। তিনি নিরাপদে আছেন।

 

উখিয়ায় জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকার রেজু খালে শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

হেলিকপ্টারে পাইলট ও কো-পাইলটসহ মোট পাঁচজন ছিলেন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী একজন মারা যান বলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রফিকুল হাসান সাংবাদিকদের জানান।

পরে আহত বাকি ৪ জনকে কক্সবাজার বিমানঘাঁটির চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। আহতদের তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-হেলিকপ্টারের স্টাফ শরিফুল ইসলাম ও শাহ আলম এবং পাইলট শফিকুল ইসলাম।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সাকিব আল হাসানকে ঢাকা থেকে কক্সবাজার নামিয়ে ফেরার সময় মেঘনা এভিয়েশনের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

 

সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল জানান, সাকিব যে হেলিকপ্টারে করে সকালে কক্সবাজারে গেছে সেটি ফেরার পথে বিধ্বস্ত হয়।

 

মেঘনা এভিয়েশনের পক্ষ থেকেও হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র: রাইজিংবিডি, পরিবর্তন ডটকম