অর্থাভাবে মুখ থুবড়ে পড়েছে সেবামূলক সংগঠন ‘সন্ধ্যা  প্রদীপ “

নিজস্ব প্রতিবেদক :
 ‘সন্ধ্যা  প্রদীপ ” এর সংগঠনটি রাজশাহী মহানগরীর পথ শিশু, সুবিধাবঞ্চিত মানুষেদের নিয়ে কাজ করে দীর্ঘদিন থেকে। সংগঠনটির কার্যালয় নগরীর দোসর মন্ডলের মোড়ে। সংগঠনটির সাথে কিছু সুবিধাবাদী মানুষ প্রতারণা করে , সংকটে  ফেলেছে।তার প্রতিকারে জন্য  দারে দারে ঘুরে কোন ফল পায়নি, সাহেয্যর হাত বাড়ায় নি কোন প্রভাবশালী সমাজপতি। মানুষ সভ্য হয় তখন যখন মানুষ আসহায় বিপদগ্রস্তের পাসে ছুটে যায়,। সাহেয্যর হাত বাড়ায় যে সমাজ, তখন সমাজটাকে সভ্য বলা যায়।
এ-ই সংগঠনটির সম্বনয়কারী ফেরদৌস কমল, যার ইচ্ছে শক্তি আর পরিশ্রমে গড়ে উঠা প্রতিষ্ঠানটি এখন মুখ থুবড়ে পড়েছে অনাহারে থাকতে হচ্ছে সুবিধাবন্চিত শিশু কিশোর কিশোরী পথে শিশুদের, এমন কি বাসাভাড়া পযন্ত দিতে পারছেনা। সমাজের  সমষ্টিক বিষয় গুলি যদি প্যারালাল সূচকে না আগায়, তাহলে সামাজিক সুরক্ষার অভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়,আর সমাজ সভ্যতা মানবিক সৌন্দর্য হারায়। তাই সমাজের বিত্তবান, সরকারি সংস্থা, বিভিন্ন এন জি ও,, প্রভাবশালী সমাজপতি গনের এদের পাসে দাড়ানো একান্ত,,, এ-ই মহানগরীর অন্ধকারে বাস করছে এ-ই এ-ই সব পথশিশুদের পিতা, তাই নগর বাসী দায় এড়াতে পারে না, এ-ই অন্ধকারে জন্ম নেওয়া  সুবিধাবঞ্চিত আসহায়  পথ শিশু কিশোরীদের পাসে দাড়ানোর।
 আসুন আমরা ওই মহানগরীকে যেমন দেশের এমন কি উপমহাদেশের পরিছন্ন সৌন্দর্য শান্তি সবুজ নগর হিসাবে গড়ে তুলতে সক্ষম হয়েছি। তেমনি আসহায়   সুবিধাবঞ্চিত শিশু কিশোর কিশোরী পাসে দাড়িয়ে এ-ই নগরকে মানবিক নগর হিসাবে  বিশ্বের মান চিত্রে  তুলে ধরার ক্ষেত্রে সন্ধ্যা প্রদীপের মত সংগঠনের পাসে দাঁড়ায়। অন্ধকারে মানুষ  গুলোকে আলোর পথ দেখায়,