বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অবসরের ঘোষণা নাদালের

Paris
অক্টোবর ১০, ২০২৪ ৮:১৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

টেনিসকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন রাফায়েল নাদাল। আগামী নভেম্বরে ডেভিস কাপের ফাইনাল খেলেই র‌্যাকেট জোড়া তুলে রাখবেন স্প্যানিশ কিংবদন্তি। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় কোর্টকে বিদায় জানানোর ঘোষণা দেন টেনিসে দ্বিতীয় সর্বোচ্চ র্গ্যান্ড স্লামজয়ী তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও বার্তায় নাদাল বলেছেন, ‘আপনাদের জানাচ্ছি, পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি।

বাস্তবতা হচ্ছে, গত কয়েক বছর কঠিন সময় কেটেছে। বিশেষ করে গত দুই বছর। সীমাবদ্ধতা ছাড়া খেলতে পেরেছি, এটা আমার মনে হয় না।’
কঠিন সময় বলতে চোটকেই যে বুঝিয়েছেন নাদাল সেটা আর বলার অপেক্ষা রাখে না।

চোটের কারণেই একে একে র্গ্যান্ড স্লাম ও অন্যান্য টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন ৩৮ বছর বয়সী তারকা। খেলাটা আর ঠিকমতো চালিয়ে যেতে পারবেন না বলেই অনেক দিন ধরেই জানিয়ে আসছিলেন বছরের শেষ দিকে টেনিসকে বিদায় জানাবেন তিনি। আজ সেই ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্যারিয়ারে সিলমোহর দিয়ে দিলেন ‘ক্লে কোর্টের’ রাজা।

সার্বিয়ান কিংবদন্তি নোভাক জোকোভিচের (২৪) পর দ্বিতীয় সর্বোচ্চ ২২টি র্গ্যান্ড স্লাম জিতেছেন নাদাল।

এর মধ্যে প্রিয় কোর্ট ‘লাল দূর্গে’ জিতেছেন রেকর্ড ১৪টি। ফ্রেঞ্চ ওপেনে তার চেয়ে বেশি আর কেউ জিততে পারেনি। এর সঙ্গে দীর্ঘ ২৩ বছরের ক্যারিয়ারে ৪ বার ইউএস ওপেন ও ২ বার করে অস্ট্রেলিয়ান এবং উইম্বলডনে জিতেছেন।
নাদালের ঘোষণায় টেনিসের ‘বিগ ফোরের’ তিনজনের বিদায় নিশ্চিত হলো। বাকি রইলেন শুধু জোকোভিচ।

এর আগে রজার ফেদেরার ও অ্যান্ডি মারে বিদায় পেশাদার টেনিসকে। বিদায়ের সিদ্ধান্ত নিয়ে সাবেক এক নম্বর তারকা বলেছেন, ‘এটা অবশ্যই কঠিন এক সিদ্ধান্ত। সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লেগেছে। তবে জীবনের সব কিছুতেই একটা শুরু এবং শেষ আছে।’

আগামী ১৯ থেকে ২৪ নভেম্বর ডেভিস কাপ ফাইনালস হবে। বিদায়ি টুর্নামেন্ট নিয়ে নাদাল বলেছেন, ‘ক্যারিয়ারের ইতি টানার এটাই সঠিক সময়। আমি খুবই রোমাঞ্চিত যে ডেভিস কাপের ফাইনালস হবে আমার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করব।’

 

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা