অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন খাঁন আর নেই

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর মহিষবাথান পূর্বপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আলহাজ্ব মোঃ ইব্রাহিম হোসেন খাঁন (৯৫) নেই। গতকাল রোববার দিবাগত রাতে ইন্তেকাল করেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। আজ সোমবার বাদ জোহর মহিষবাথান গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

মৃত্যুকালে তিনি ৬ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে গেছেন। আলহাজ্ব মোঃ ইব্রাহিম হোসেন খাঁন কর্মজীবনে দুর্নীতি দমন বিভাগে রাজশাহী জেলা অফিসার হিসেব দায়িত্ব পালন করেন। তিনি মহিষবাথান পূূর্বপাড়া সমাজকল্যান সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ও মহিষবাথান কিশোর কুঁড়ির উপদেষ্টা।

তিনি জন্মগ্রহণ করেন পাবনা জেলার ফরিদপুর পৌরসভার পারফরিদপুর গ্রামে। তিনি এলজিইডির অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, রাজশাহী মহিলা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোঃ সারওয়ার জাহান ও রাজশাহী কলেজের ইংরেজী বিভাগের শিক্ষক গুলশান আরা’র পিতা। তাঁর অন্যান্য সন্তানেরাও বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত।

২০১৮ সালে পাবনা জেলার ফরিদপুর উপজেলা প্রশাসন মোঃ ইব্রাহিম হোসেন খানকে সম্বর্ধনা ও তাঁর সহধর্মিনী শামসুন নাহার খানমকে রত্নগর্ভা হিসেবে মরণোত্তর সম্মান জানিয়েছে।

স/অ