অবশেষে বাতিল হল গোমস্তাপুর গার্লস একাডেমির কমিটি


গোমস্তাপুর প্রতিনিধি:

নানা নাটকীয়তার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর গার্লস একাডেমির স্কুল পরিচালনা পর্ষদ বাতিল করেছে বোর্ড কর্তৃপক্ষ। গত ৯ নভেম্বর ইস্যুকৃত রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক জিয়াউল হক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পত্র সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বর্তমান চলমান কমিটিকে শিক্ষা বোর্ড অনুমোদন দেয়। নির্বাচন প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগ তুলে মামুন নামে একজন অভিভাবক সদস্য গত ১৪ আগষ্ট রাজশাহী শিক্ষা বোর্ডে চেয়ারম্যানের নিকট কমিটি বাতিল চেয়ে একটি লিখিত আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে বোর্ড কর্তৃপক্ষ গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি তদন্ত পূর্বক রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।

এ বিষয়ে ইউএনওর প্রতিবেদনের প্রেক্ষিত বোর্ড কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহন করে বলে জানা গেছে। পত্রে আরও জানা গেছে, স্কুল ম্যানেজিং কমিটি গঠনে খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রনয়নে অনিয়ম এবং নির্বাচনী তফসিল প্রচার- প্রচারনায় গোপনীয়তা বজায় রাখা হয়। এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল অহাব জানান, বোর্ড কর্তৃক ইস্যুকৃত চিঠিটি সোমবার আমার হস্তগত হয়েছে।বোর্ডের নির্দেশনা মোতাবেক এ বিষয় পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। প্রসঙ্গতঃ এ শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বাতিলের দাবিতে গত ১৯ সেপ্টেম্বর মানববন্ধন করে এলাকাবাসী। এছাড়া এ বিষয়ে একটি মামলাও আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।