অবশেষে গালওয়ানে সমঝোতায় পৌঁছাল চীন-ভারত

লাদাখের গালওয়ান উপত্যকার বিতর্কিত সীমান্তে মুখোমুখি অবস্থান থেকে সৈন্যদের সরিয়ে নেয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ভারত এবং চীন।

মঙ্গলবার এক বৈঠকে  বিতর্কিত সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় দুই দেশের সামরিক বাহিনীর কর্মকর্তারা।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাও লিজিয়ান বলেছেন, উত্তেজনা প্রশমনে ব্যবস্থা নিতে উভয়পক্ষ রাজি হয়েছে। সীমান্তে দুই দেশের সামরিক কমান্ডারদের দীর্ঘ ১১ ঘণ্টার বৈঠক শেষে মুখোমুখি অবস্থান থেকে সরে যাওয়ার বিষয়ে উভয়পক্ষ ঐক্যমতে পৌঁছেছে।

গত ১৫ জুনের ওই সংঘাতে চীনের ৪০ সৈন্য হতাহত হয়েছে বলে গণমাধ্যমের খবরকে ভুয়া সংবাদ বলে মন্তব্য করেছেন ঝ্যাও। মর্মপীড়াদায়ক ওই সংঘাতে চীনের কতজন সৈন্য হতাহত হয়েছে সেব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য দেয়নি বেইজিং।

তবে সংঘাতে ভারতে অন্তত ২০ সৈন্য নিহত ও আরও ৭৬ জন আহত হয়েছেন বলে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে।