অবশেষে উইকেটের দেখা পেলেন তাইজুল

সিল্কসিটি নিউজ ডেস্ক:

সাকিব-তাইজুলরা নিয়ন্ত্রিত বোলিং করলেও দ্বিতীয় সেশনটা ছিল বাংলাদেশের পক্ষে হতাশার। ছিল উইকেটশূন্য। এরই মধ্যে হাফসেঞ্চুরি তুলে নেন কুসল মেন্ডিস ও এঞ্জেলো ম্যাথিউস।

এর আগে পাওয়া দুটি উইকেটই এনে দেন মিরাজের ইনজুরিতে দল ঠাঁই পাওয়া স্পিনার নাঈম হাসান। সমর্থকরা চাতকের ন্যায় চেয়েছিল দলের দুই সেরা স্পিনার সাকিব ও তাইজুলের দিকে।

অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। চা-বিরতির পর প্রথম বলেই কুসল মেন্ডিসকে ফিরিয়ে দিলেন তাইজুল ইসলাম। তাইজুলের শর্ট বল স্পিন করে বেরিয়ে যাচ্ছিল। মেন্ডিস চেষ্টা করলেন লেগে ঘুরাতে, ঠিক মতো পারলেন না। সহজ ক্যাচ হয়ে গেল মিড উইকেটে। ভাঙল ২০৯ বল স্থায়ী ৯২ রানের জুটি।

১৩১ বরে তিন চারে ৫৪ রান করেন মেন্ডিস। এ রিপোর্ট লেখার সময় ৬১ ওভার শেষে শ্রীলংকার সংগ্রহ ৩ উইকেটে ১৬৯। ক্রিজে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গী ধনাঞ্জয়া ডি সিলভা। ম্যাথিউস অপরাজিত ১২৯ বলে ৬২ রানে।

সূত্র: যুগান্তর