অবশেষে আলজেরিয়ায় গণহত্যার দায় স্বীকার করল ফ্রান্স

অবশেষে আলজেরিয়ার গণহত্যার অপরাধ স্বীকার করলো ফ্রান্স। বিষয়টি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেছেন, এই নৃশংসতা ও রক্তপাতের কোনো অজুহাত হয় না। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ১৯৬১ সালে প্যারিসের পুলিশ প্রধান মাউরিস পাপোনের নির্দেশে ভয়াবহ অপরাধ হয়েছিলো। কয়েক ডজন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছিলেন এবং তাদের দেহ সেন নদীতে ছুঁড়ে ফেলা হয়।

উল্লেখ্য, ১৯৬১ সালের ১৭ অক্টোবর রাতে প্যারিসে আলজেরিয়ানদের বিরুদ্ধে কারফিউ আরোপের প্রতিবাদে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এফএলএন)’র ২৫হাজার বিক্ষোভকারীর ওপর পুলিশের নির্বিচারে গুলি চালানো হয়।

এ ঘটনায় প্রথমবারের মতো নিন্দা জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট। যদিও তার দেশ দীর্ঘদিন ধরে এই ঘটনা অস্বীকার করে আসছে। অবশেষে দায় করে নিলেন মাক্রোঁ। তবে ঠিক কতজনকে হত্যা করা হয়েছিলো তা কখনোই বলা হয়নি।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন