অনেক নাটকীয়তা শেষে রাতেই বিমানে উঠছেন ক্রিকেটাররা

সমস্ত শঙ্কা কেটে গিয়ে এলো সুখবর। ঘূর্ণিঝড় ‘শাহিন’ এর কারণে ওমানের মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরের সকল ফ্লাইটের সূচি বদল হওয়ায় বাংলাদেশ দলের বিশ্বকাপযাত্রা নিয়ে চরম নাটকীয়তার সৃষ্টি হয়। আজ রাত পৌনে ১১টায় বিশ্বকাপ খেলতে ওমানের বিমান ধরার কথা ছিল টাইগারদের। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ক্রিকেটাররাও বিমানবন্দরে পৌঁছে যান। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় তাদের ব্যর্থ মনোরথে আবার ফিরে যেতে হয়। এর পর শুরু হয় আরেক নাটক!

আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল। সেখানে গিয়ে তারা শোনেন, ফ্লাইট পিছিয়ে গেছে। ক্রিকেটাররা বিমানবন্দর ছাড়তেই নির্ধারিত সময়েই ছাড়বে বিমান। সবাই আবারও বিমানবন্দরের উদ্দেশে ইউটার্ন নেন। শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া যায় যে, আজ রাত পৌনে ১১টাতেই বিমানে উঠবেন টাইগাররা। ওমান পৌঁছে এক দিনের রুম কোয়ারেন্টিনে থাকতে হবে দলকে।

বিমানবন্দরে অধিনায়ক মাহমুদউল্লাহ গণমাধ্যমকে বলেন, আমরা যাচ্ছি, সবাই দোয়া করবেন। জাতি হিসেবে আমাদের বড় সুযোগ বিশ্বকাপে ভালো করার। আমরা যেভাবে গত সিরিজগুলো খেলেছি সেভাবে দল হিসেবে যদি খেলতে পারি তাহলে ভালো কিছু হবে। আমরা চেষ্টা করব ‘কোয়ালিফায়ার রাউন্ডে’ ঠিকভাবে উতরে মূল পর্বে যেতে। যত বেশি সম্ভব ম্যাচ জেতা যায় সেই চেষ্টা থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের আগের রেকর্ড ভালো না। এবার চেষ্টা থাকবে সেই বাধা ভাঙার।

 

সূত্রঃ কালের কণ্ঠ