অনেকদিন পর খেলতে নামার প্রভাব ম্যাচে পড়েছে

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

গত বছর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। প্রায় এক বছর পর আরেকটি সিরিজ খেলতে নেমেছে মাশরাফি-সাকিবরা। আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজের প্রথম ম্যাচেই জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে স্বাগতিকদের। অনেকদিন পর খেলতে নামার প্রভাব এই ম্যাচে পড়েছে বলে মনে করেন বাংলাদেশের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

 

আইসিসির সহযোগী সদস্য দেশ আফগানিস্তকে এই ম্যাচে মাত্র সাত রানে হারিয়েছে বাংলাদেশ। জয় পেতে তা-ও আবার শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

 

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, ‘আসলে অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছি আমরা। স্বাভাবিক কারণে এর প্রভাব এই ম্যাচে পড়েছে। তা ছাড়া ম্যাচ খেলার  ফিটনেসে আমাদের কিছুটা ঘাটতি ছিল। তাই আফগানিস্তানের মতো দলের বিপক্ষেও জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে।’

 

দ্বিতীয় ম্যাচ থেকে সব কিছু ঠিক হয়ে যাবে বলে আশাবাদী বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘এই ম্যাচে জয় পাওয়াতে আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বেড়েছে। তাই দ্বিতীয় ম্যাচ থেকে আমাদের সব কিছু সহজ হয়ে যাবে বলে আমি আশাবাদী।’

 

বুধবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। আর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে শুক্রবার।

সূত্র: এনটিভি