অনুসন্ধানী সাংবাদিকতার জন্য মানুষের সঙ্গে মিশে যেতে হবে: সাংবাদিক রফিকুল

নিজস্ব প্রতিবেদক:
সংবাদজগতে কাজ করার ক্ষেত্রে সবসময়ের জন্যই লেগে থাকতে হবে। সংবাদ সংগ্রহের সক্ষমতা তৈরি করতে হবে যেকোন জায়গা থেকে অনুসন্ধানের জন্য মানুষের সঙ্গে মিশে যাওয়ার মানসিকতা প্রয়োজন
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বরসকালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজমকমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজবিভাগ আয়োজিত এডিটরস মিট’ অনুষ্ঠানে এসব কথা বলেন কালের কণ্ঠের ব্যুরো প্রধান সিল্কসিটি নিউজ.কমের সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম

রফিকুল ইসলাম আরও বলেনখুঁতখুঁতে মন  অনুসন্ধিৎসু চোখ খোলা রেখে কাজ করতে হবে ক্ষুদ্র ঘটনা থেকেই অনেক গুরুত্বপূর্ণ অনুসন্ধানী প্রতিবেদন করা সম্ভব ফেসবুক এখন সংবাদের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে দেখা দিয়েছে অনেক গুরুত্বপূর্ণ সংবাদের তথ্য, ছবি এমনকি ভিডিও ফুটেজ ফেসবুক থেকে উঠে আসছে

শিক্ষার্থীদের সঙ্গে পেশাগত অভিজ্ঞতা বিনিময়কালে রফিকুল ইসলাম বলেনসংবাদ সংগ্রহের স্বার্থে অনেক কৌশল  অবলম্বন করে এগুতে হবে কখনো সাংবাদিক পরিচয়ে আবার কখনো সাধারণের বেশে পথ চলতে হবে

বিভাগের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিভাগের কোঅর্ডিনেটর  মশিহুর রহমান

প্রভাষক ছালমা জান্নাত  রমজান আলীর উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক জোবায়দা শিরিন জ্যোতিএছাড়াও বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা  সময় উপস্থিত ছিলেন

 

 

স/শা