অনিশ্চিত হলেও সাকিবকে নিয়ে ছক কষছে শ্রীলঙ্কা

সিল্কসিটিনিউজ ডেস্কঃ 

সাকিব আল হাসান করোনামুক্ত হওয়ায় তার চট্টগ্রামে প্রথম টেস্ট খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও পুরো বিষয়টাই নির্ভর করছে তার ফিটনেসের ওপর। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলে দিয়েছেন, অর্ধেক ফিট সাকিবকে তিনি একাদশে নেবেন না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনেরও তাই মত।

কিন্তু প্রতিপক্ষ দল কী ভাবছে?

সাকিব আজই দলের সঙ্গে যোগ দিয়েছেন। কাল থেকে করবেন অনুশীলন। এমতাবস্থায় আজ শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নেকে প্রশ্ন করা হয়েছিল সাকিবের বিষয়ে। জবাবে লঙ্কান ক্যাপ্টেন বলেন, ‘সাকিবকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল অবশ্যই। সে সেরা অল-রাউন্ডার। আমরা নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করব। দেখা যাক কী হয়। ‘

সংবাদ সম্মেলনে খুব স্বাভাবিকভাবেই উঠেছে শ্রীলঙ্কার বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন। জবাবে কৌশলী করুনারত্নে বলেন, ‘সবাই জানে কী ঘটছে। আমরা ক্রিকেট খেলতে এসেছি, সেটি নিয়েই ভাবনা। জনগণের জন্য শুধু একটা ভালো ফল নিয়ে যেতে পারি আমরা। আমরা শ্রীলঙ্কায় কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিয়েছি। কন্ডিশন মোটামুটি একই, ফলে প্রস্তুতি ম্যাচে তেমন পার্থক্য হবে না। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ