অনলাইনে ক্লাস নেয়ার অনুমতি চায় কোচিং সেন্টারগুলো

করোনাভাইরাসের কারণে ঘোষিত ছুটির মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে অনলাইনে ক্লাস শুরুর অনুমতি ও আর্থিক সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী কাছে আবেদন করেছে দেশের কোচিং সেন্টারের সংগঠন অ্যাসোসিয়েশন অব সাজেশন বাংলাদেশ (অ্যাসেব)।

আবেদনটি রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় দাখিল করা হয়।

সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মো. ইমাদুল হক (ই হক স্যার) স্বাক্ষরিত ওই আবেদনে বলা হয়, শিক্ষা ব্যবস্থায় গতি সঞ্চার ও শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পূরণে ছায়া শিক্ষা সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ’ হতে পারে বিশেষ সহায়ক শক্তি।

চিঠিতে বলা হয়, সংসদ টেলিভিশনের পাশাপাশি আমাদের সংগঠনটিকে অনলাইন লাইভ ক্লাসের অনুমতি দিলে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি প্রশ্নোত্তর পর্বও চলমান রাখা সম্ভব। যা অনেকাংশে ক্লাস রুমে বসে ক্লাস করার মতোই হবে। তাই অন্যান্য ক্ষেত্রের মতো ব্যক্তি মালিকানাধীন এই ছায়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও আপনার সুদৃষ্টি ও আর্থিক সহযোগিতা প্রত্যাশা করে।