অনন্য উচ্চতায় ধোনি

আরও একটি মাইলফলক স্পর্শ করলেন মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের ফাইনালে টস করার মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়েন চেন্নাই সুপার কিংসের এই অধিনায়ক।

শুক্রবার দুবাইয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠের লড়াইয়ে অংশ নেওয়ার মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে ৩০০তম ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন ধোনি।

আন্তর্জাতিক ও সব ধরনের টি-টোয়েন্টি মিলে এই রেকর্ড গড়েন ভারতের অন্যতম সাবেক সফল এই অধিনায়ক।

টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে অংশ নেওয়ার দিক থেকে দ্বিতীয় পর্যায়ে আছেন ক্যারিবীয় সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি। তিনি ২০৮টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেন।

তৃতীয় পজিশনে আছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। ক্রিকেট ইতিহাসের এ সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে ১৮৫ ম্যাচে নেতৃত্ব দেন। ১৭০ ম্যাচে নেতৃত্ব দেন কলকাতা নাইট রাইডার্সকে দুইবার আইপিএল শিরোপা উপহার দেওয়া সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর। ১৫৩ ম্যাচে নেতৃত্ব দেন আইপিএলে রেকর্ড পাঁচবারের শিরোপা জয়ী মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।

 

সূত্রঃ যুগান্তর