অধিনায়ক হিসেবে শততম টেস্ট খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন কোহলি

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারের পরই অধিনায়কত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ান বিরাট কোহলি।

হঠাৎ করে এভাবে নেতৃত্ব ছেড়ে দেওয়াটা ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। অধিনায়ক হিসেবে তাকে বিদায়ী টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে ক্রিকেট বোর্ড; কিন্তু বিশ্বের অন্যতম সেরা এই ক্রিকেটার সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

২৫ ফেব্রুয়ারি শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে ভারত। দুই টেস্টের প্রথমটি বেঙ্গালুরুতে। ওই ম্যাচই হতে পারে ডানহাতি ব্যাটসম্যানের ক্যারিয়ারের শততম টেস্ট। এই মাইলফলকের ম্যাচে তাকে অধিনায়ক হিসেবে শেষবার খেলার প্রস্তাব দেয় ক্রিকেট বোর্ড; কিন্তু বোর্ডের সেই প্রস্তাব ফিরিয়ে দেন কোহলি।

বেঙ্গালুরুতে অধিনায়ক হিসেবে কোহলিকে বিদায়ী ম্যাচ খেলানোর প্রস্তাব দিয়ে তাকে শুক্রবার ফোন করেন বোর্ডের এক কর্মকর্তা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস একটি সূত্রের বরাতে জানায়, কোহলি নাকি জবাবে বলেছিলেন- এক ম্যাচ কোনো পার্থক্য তৈরি করবে না। আমি ওই ধরনের নই।

গত বছরের শেষদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শেষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন কোহলি।

বিশ্বকাপ শেষে তাকে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেয় ক্রিকেট বোর্ড। এতে ক্ষুব্ধ হন কোহলি। সেই ক্ষোভ থেকেই হয়তো এখন টেস্ট দলের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ালেন বিরাট কোহলি।

 

সূত্রঃ যুগান্তর