অতিরিক্ত গরমের কারণে দল থেকে বাদ!

জাহিদ মেহমুদ, পাকিস্তানের লেগস্পিনার। বয়স ৩৩। এরই মধ্যে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হয়েছে আন্তর্জাতিক অভিষেক। সেই টি-টোয়েন্টি ম্যাচে ৩ উইকেট পেয়েছিলেন জাহিদ।

দলের নিয়মিত লেগস্পিনার শাদাব খানের ইনজুরিতে সুযোগ পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে, আগে থেকেই ছিলেন টেস্ট সিরিজের দলে। কিন্তু পাকিস্তানের অতিরিক্ত গরমের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলা হবে না জাহিদের।

জিম্বাবুয়ে সফরের ম্যাচগুলো সামনে রেখে লাহোরে অনুশীলন করছিল দলে ডাক পাওয়া পাকিস্তানের খেলোয়াড়রা। কিন্তু লাহোরের প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়েছেন জাহিদ। যে কারণে আজ (সোমবার) টি-টোয়েন্টি দলের সঙ্গে জিম্বাবুয়ে যাওয়া হচ্ছে না তার।

 

তবে পুরো সফরটি বাতিল হয়নি তার। আপাতত প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থার উন্নতি ঘটলে আগামী ২১ এপ্রিল টেস্ট দলের সঙ্গে জিম্বাবুয়েতে যাবে ৩৩ বছর বয়সী এ লেগস্পিনার।

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), শারজিল খান, মোহাম্মদ হাফিজ, হায়দার আলি, দানিশ আজিজ, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, উসমান কাদির, হাসান আলি, আরশাদ ইকবাল, ফাখর জামান।

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড

বাবর আজম (অধিনায়ক), ইমরান বাট, আবিদ আলি, আবদুল্লাহ শফিক, আজহার আলি, ফাওয়াদ আলম, সৌদ শাকিল, আঘা সালমান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ, তাবিশ খান, হাসান আলি, শাহনেওয়াজ ধানি, নোমান আলি, জাহিদ মাহমুদ, সাজিদ খান।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন