৮০ মিনিটে ২৫ শতাংশ পতন আদানি এন্টারপ্রাইজের শেয়ারের

সিল্কসিটি নিউজ ডেস্ক:

শেয়ারবাজারে বড়সড় ধাক্কা খেয়েছে আদানি গ্রুপ। হিনডেনবার্গ রিসার্চের পর ধস নেমেছে গৌতম আদানির মালিকাধীন সাতটি শেয়ারের দামে। গতকাল বৃহস্পতিবার বিএসইতে পাঁচটি সংস্থা ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছে। এক রিপোর্ট অনুযায়ী, শেষ ছয় দিনে ওই সাতটি সংস্থার মূলধন ১০০ কোটি বিলিয়ন ডলার কমে গেছে।

রকেটের মতো উত্থান হয়েছিল আদানি গ্রুপের। কিন্তু এখন শেয়ার বাজারে তাদের যে ধস নেমেছে, তাতে কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। লাগাতার পড়ছে শেয়ারের দাম। গতকাল বৃহস্পতিবার তো আদানি গ্রুপের যে সাতটি সংস্থা শেয়ার বাজারে নথিভুক্ত আছে, সেগুলোর মধ্যে পাঁচটি সংস্থাই ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছে। সেই পরিস্থিতিতে আজ শুক্রবার শেয়ারবাজারে আদানি গ্রুপের কী অবস্থা হয়, সেই সংক্রান্ত আপডেট দেখে নিন এখানে।

সকালের আপডেট

১) আদানি এন্টারপ্রাইজ

আদানি এন্টারপ্রাইজের প্রতিটি শেয়ারের দাম ১,১৭৩.৫৫ টাকা পড়ছে। যা এক বছরের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। আজই পতন হয়েছে ২৫ শতাংশ।

২) আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনস লিমিটেড

আজও পতনের ধারা অব্যাহত রয়েছে এ প্রতিষ্ঠানের। বিএসইতে ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল (৪১৫.৮)। তারপর কিছুটা উত্থান হয়ে ১০টা ২০ মিনিটে প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৪২৩.১৫ টাকা। আজ কমেছে ৮.৪১ শতাংশ।

৩) আদানি পাওয়ার

শুক্রবার বিএসইতে পাঁচ শতাংশ পতন হয়েছে আদানি পাওয়ারের। আপাতত (সকাল ১০টা ২৪ মিনিট) প্রতিটি শেয়ারের দাম ১৯২.০৫ টাকা।

৪) আদানি ট্রান্সমিশন

বিএসইতে আদানি গ্রুপের আরো একটি শেয়ার আজ ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে ঠেকেছে। আপাতত প্রতিটি শেয়ারের দাম পড়েছে ১,৪০১.৫৫ টাকা। যা ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তর। আজ পতন হয়েছে ১০ শতাংশ।

৫) আদানি গ্রিন এনার্জি লিমিটেড

৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের শেয়ার। আপাতত প্রতিটি শেয়ারের দাম ঠেকেছে ৯৩৪.২৫ টাকায়। সেটাই ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর। আজ পতন হয়েছে ১০ শতাংশ।

৬) আদানি টোটাল গ্যাস

আজ পাঁচ শতাংশ পতন হয়েছে। আপাতত প্রতিটি শেয়ারের দাম পড়ছে ১,৬২৫.৯৫ টাকা।

৭) আদানি উইলমারের শেয়ার

এ প্রতিষ্ঠানের আপাতত প্রতিটি শেয়ারের দাম ৪০০.৪০ টাকা। পতন হয়েছে ৪.৯৯ শতাংশ।

সূত্র: কালের কণ্ঠ