সোমবার , ২৯ আগস্ট ২০১৬ | ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

৫১ দিন পর কাশ্মীরে কারফিউ প্রত্যাহার

Paris
আগস্ট ২৯, ২০১৬ ১১:৩৮ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

 ৫১ দিন পর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর থেকে কারফিউ প্রত্যাহার করা হলো। সোমবার রাজ্য পুলিশ এ তথ্য জানিয়েছে।

গত ৮ জুলাই হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানিকে হত্যা করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এর পরই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো কাশ্মীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ৯ জুলাই থেকে রাজ্যে কারফিউ জারি করা হয়। ৫১ দিনের সহিংসতায় এই রাজ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছে ৭০ জন কাশ্মীরি।

রাজ্যের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, পুরো উপত্যকা থেকে কারফিউ প্রত্যাহার করা হয়েছে। তবে পুলওয়ামা শহর এবং শ্রীনগরের নওহাট্টা ও এমআর গুঞ্জের থানাগুলোতে এ কারফিউ জারি থাকবে।

গত রোববার নিরাপত্তা বিষয়ক উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে এ কারফিউ প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত হয়।

এর আগে শনিবার কাশ্মীর পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। ওই সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কাশ্মীরের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ৩ সেপ্টেম্বর সর্বদলীয় একটি প্রতিনিধিদল পাঠানোর ঘোষণা দেওয়া হয়। এ দলে থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

 

 

 

সূত্র: রইজিংবিডি

সর্বশেষ - আন্তর্জাতিক