সিল্কসিটিনিউজ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম ম্যাচে হারলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। গতকাল বৃহস্পতিবার প্রিটোরিয়াতে দ্বিতীয় ওয়ানডেতে তারা প্রোটিয়া ইমার্জিং নারী দলকে ৮ বল বাকি থাকতে হারিয়েছে ৪ উইকেটে। যে জয়ের রূপকার একাধিক পারফরমার।
আগে প্রোটিয়ারা ব্যাট করে ৯ উইকেটে ২৩৮ রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে। তাদের সাধ্যের মধ্যে আটকে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা অফ স্পিনার খাদিজাতুল কুবরার। ৪২ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। বোলিংয়ে ভূমিকা রাখার পর ব্যাটিংয়েও উজ্জ্বল রিতু মনি। ৫১ রানে ২ উইকেট নেওয়ার পর ৪২ রান করেন তিনি।
এ ছাড়াও ব্যাটিংয়ে ৪৮ রানের ইনিংস উপহার দেন ওপেনার মুর্শিদা খাতুন। ১৮৫ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলার পর নিগার সুলতানা (২৯*) ও সোবহানা মুশতারির (২৯*) ব্যাটে জয়ের তীরে পৌঁছায় সফরকারীরা। অবিচ্ছিন্ন ৫৫ রানের পার্টনারশিপ গড়ে তারা।