৩৭ দল নিয়ে মেয়েদের ফুটবল টুর্নামেন্ট

সিল্কসিটি নিউজ ডেস্ক :

জাপান ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দীর্ঘদিন ধরে আর্থিক সাহায্য করে আসছে। আগে জাপানি এই সংস্থাটির অর্থ পুরুষ ফুটবলে ব্যয় হলেও, এখন সেটি ব্যয় হয় নারী ফুটবলে। সেই ধারবাহিকতায় দেশের ছয়টি ভেন্যুতে ৩৭টি দলের অংশগ্রহণে আগামী শনিবার (২৭ মে) থেকে শুরু হচ্ছে জেএফএ অনূর্ধ্ব-১২ নারী জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রথম পর্বের খেলা। পরীক্ষার কারণে এবার দল কমে গেছে।

মাগুরা, রাজশাহী, রংপুর, শেরপুর, ফেনী ও গোপালগঞ্জ ভেন্যুতে নকআউট ভিত্তিতে ৪ জুন পর্যন্ত চলবে প্রথম পর্বের ম্যাচগুলো। ছয় ভেন্যুতে একটি করে চ্যাম্পিয়ন দল ও দুই সেরা রানারআপ খেলবে চূড়ান্ত পর্বে।

পরবর্তীতে রাজশাহীতে ৭ জুন থেকে চূড়ান্ত পর্ব শুরু হবে। যেখানে দুটি গ্রুপে ভাগ করে খেলা হবে আট দলের। প্রথম পর্বে অংশ নেওয়া প্রত্যেকটি দল পাবে ২৫ হাজার টাকা করে। ৩০ হাজার টাকা করে পাবে আয়োজক আট জেলা। প্রথম পর্বে জেতা দলগুলো পাবে পাঁচ হাজার টাকা।

আজ (২৫ মে) বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।