সোমবার , ৩ জানুয়ারি ২০২২ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

২৪ ঘণ্টায় হাসপাতালে ২৯ ডেঙ্গুরোগী

Paris
জানুয়ারি ৩, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে চারজন ও ঢাকার বাইরের হাসপাতালে ২৫ জন ভর্তি হন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা ৬২ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৩০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩২ জন রোগী ভর্তি হন।

আজ সোমবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন বছরে হাসপাতালে (১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত) সর্বমোট ভর্তি হয়েছেন ৪৪ জন ডেঙ্গুরোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৮ জন।

এদিকে, গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। তাদের মধ্যে মৃত্যুবরণ করেন ১০৫ জন।

 

সূত্রঃ জাগো নিউজ

সর্বশেষ - জাতীয়