সোমবার , ২১ অক্টোবর ২০২৪ | ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

১৯ দিনে প্রবাসী আয় ১৮ হাজার কোটি টাকা

Paris
অক্টোবর ২১, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অক্টোবর মাসের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশে এসেছে ১৫৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১৮ হাজার ৩১০ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ২০০ টাকা (প্রতি ডলার ১১৯ টাকা ৪৭ পয়সা হিসেবে)।

সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে প্রথম ১৯ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১০৪ কোটি ৯৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১২ হাজার ৫৪০ কোটি ২৮ লাখ ৮০ হাজার ২০০ টাকা। এছাড়া রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ কোটি আট লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে সাত কোটি ৮১ লাখ ৬০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪০ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে প্রথম ১৯ দিনে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় ৩০ কোটি ৮১ লাখ ৫০ হাজার ডলার এসেছে, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় তিন হাজার ৬৮১ কোটি ৪৬ লাখ ৮০ হাজার ৫০০ টাকা।

প্রবাসী আয় আসার দ্বিতীয় অবস্থানে রয়েছে জনতা ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে এসেছে ১০ কোটি ৫৫ লাখ ডলার। এরপর সোনালী ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ৪০ লাখ ৫০ হাজার ডলার, র্ব্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৬৩ লাখ ডলার, রূপালী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৬০ লাখ ৬০ হাজার ডলার এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার ডলার।

 

সূত্র: যুগান্তর

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য