রাসিক নির্বাচন

১৩ দিনে কাউন্সিলর পদে ৭শ’ ৫৯ জনের মনোনয়নপত্র উত্তোলন

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে গল্প আলোচনা, সমালোচনায় মুখর নগরী। সাথে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন। এবার রাসিক নির্বাচন অনেকটাই ব্যতিক্রম হবে, বিপুল পরিমাণ কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলনের জন্য এমনটাই মনে করছেন ভোটার ও সংশ্লিষ্টরা। কারণে এবার রাসিক নির্বাচনে প্রতিদিন বিপুল পরিমান মনোনয়নপত্র উত্তোলন ও জমা হচ্ছে।

আজ বুধবারও সকাল থেকে বিকেল পর্যন্ত ৩০টি ওয়ার্ড থেকে সম্ভাব্য সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ১৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এটি সর্বোচ্চ মনোনয়নপত্র উত্তোলন বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন। এদিন মেয়র পদে কোনো মনোনয়নপত্র না উঠলেও সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে ১৫৩জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেন। এরমধ্যে অনেকেই মনোনয়নপত্র উত্তোলনের পর জমাও দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের আঞ্চলিক নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন।

তিনি জানান, আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস থেকে রাসিক নির্বাচনে কাউন্সিলর পদে ১৫৩জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেনন। এরমধ্যে সংরক্ষিত আসনে ৩৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে রয়েছে ১১৪ জন। এরমধ্যে বেশ কিছু কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ২৭ এপ্রিল থেকে আজ বুধবার (১০ মে) পর্যন্ত মেয়র পদে একজনসহ ৭ শ’ ৫৯ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

এবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন ভোটার ভোট দিবেন। এরমধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। তারমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ জন এবং নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। এর মধ্যে ৩০ হাজার ১৫৭ জন তরুণ-তরুণী প্রথম ভোট দিবেন। গত বছর ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ২২ হাজার। এবার সম্ভাব্য ১৫২ টি ভোটকেন্দ্রের ১১৭৩ টি কক্ষে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২১ মে নমিনেশন দেয়া শুরু হবে। ২৩ মে মনোনয়ন দাখিলের শেষ সময়। এছাড়াজন ২ জুন প্রতীক বরাদ্দ দেয়া হবে।