সিল্কসিটিনিউজ ডেস্কঃ
প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যক্তিগত ৬৮তম রান নেওয়ার মাধ্যমে এই মাইলফলকে পৌঁছান মুশফিক। এই কীর্তি উদযাপন করেছে বাংলাদেশ দল।
চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশ ক্রিকেটে দলের ম্যানেজার নাফিস ইকবাল কেক কেটে মুশফিকের পাঁচ হাজার রান উদযাপনের আয়োজন করেন।
কেক কেটে মাহমুদুল হাসান জয়কে খাওয়ানোর সময় মুশফিক বলেন, ‘তুই আমাদের মধ্যে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান। আমি আশা করি, তুই পাঁচ হাজার না, ১০ হাজার রান করবি। তখন তুই এভাবে আরেকজনকে কেক খাওয়াবি। ’
পাঁচ হাজারি ক্লাবে ঢুকতে আজ মুশফিকের প্রয়োজন ছিল ১৫ রান। এর আগে গতকাল তামিম ইকবাল ১৩৩ রান করে রিটায়ার্ড হন। পাঁচ হাজার থেকে মাত্র ১৯ রান দূরে ছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সেই তামিমকে অপেক্ষায় রেখেই আজ চতুর্থ দিনের প্রথম সেশনে কাঙ্ক্ষিত মাইলফলকে নাম তোলেন মুশি।
সূত্রঃ কালের কণ্ঠ