বুধবার , ১১ মে ২০২২ | ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হলো সাবেক খাদ্যমন্ত্রীকে কামরুলকে

Paris
মে ১১, ২০২২ ৮:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

হেলিকপ্টারে উড়িয়ে ঢাকায় পাঠানো হলো সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে। রাজশাহী থেকে ঢাকায় নেয়া বুধবার বিকালে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

সাবেক খাদ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলামকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।

বুধবার বিকাল ৬টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

এর আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তার সুচিকিৎসার জন্য অধ্যাপক খলিলুর রহমানকে প্রধান করে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে কামরুল ইসলামকে হাসপাতালের ভিভিআইপি কেবিনে ভর্তি করা হয়। সকালে তার অন্তত ১০ বার পাতলা পায়খানা হয়েছে। এতে শরীরে পানিশূন্যতা দেখা দেয়, বিপি কমে যায়।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর