শনিবার , ২ নভেম্বর ২০২৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

হুমকি-ধমকি দিয়ে পার পাওয়া যাবে না: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান

Paris
নভেম্বর ২, ২০২৪ ১০:২৯ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের প্রতিবাদে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, মহানগর কমিটির সভাপতি ও রংপুর সিটির সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সৈনিক, হুমকি-ধমকি দিয়ে পার পাওয়া যাবে না। এটি ঢাকা নয়, রংপুর। এখানে গুন্ডাপান্ডা হায়ার করে লাভ হবে না। এক মিনিটও টিকতে পারবেন না।

মোস্তফা আরও বলেন, গণঅধিকার পরিষদের নেতা নুরকে আমরা হিসাব করি না। তাকে পেছন থেকে উসকানি দিয়ে এবং গুন্ডাপান্ডা হায়ার করে ঢাকার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে গণতান্ত্রিক বিধি-ব্যবস্থার ওপর কুঠারাঘাত করা হয়েছে। ঢাকায় যে তাণ্ডব চালানো হয়েছে তার জবাব দেশের জনগণ একদিন দেবে। এজন্য প্রস্তুত থাকুন।

দুপুর ১টায় নগরীর দলীয় কার্যালয় থেকে মোস্তফার নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে সমাবেশে মিলিত হয়। এর আগে সকাল থেকে নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান নেন দলটির কয়েকশ নেতাকর্মী। গণঅধিকার পরিষদের সারা দেশে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সমাবেশের কর্মসূচি ঘোষণায় জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তবে এদিন গণঅধিকারের কোনো নেতাকর্মীকে নগরীতে দেখা যায়নি।

মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মো. হাসানুজ্জামান নাজিম, সদস্য অ্যাডভোকেট মোকাম্মেল হক েেচৗধুরী, মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান আনিস, সদস্য ও মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মো. ফারুক হোসেন মণ্ডল, জাতীয় শ্রমিক পার্টির মহানগর সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু, জাতীয় ছাত্রসমাজ মহানগর সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জসিম, জাতীয় অটো শ্রমিক পার্টি রংপুর মহানগর সভাপতি তসলিম উদ্দিন প্রধান, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি মহানগর আহ্বায়ক ইউসুফ আহমেদ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা হীরা প্রমুখ।

 

সূত্র: যুগান্তর

Spiring 2025 New Design

সর্বশেষ - রাজনীতি