শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

হামলা করে যুদ্ধবিরতির চেষ্টা ‘প্রত্যাখ্যান’ করেছে ইসরাইল

Paris
নভেম্বর ১, ২০২৪ ১০:১৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইল শুক্রবার ভোরে ফিলিস্তিনের গাজা, লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন জায়গায় বড় ধরনের হামলা চালিয়েছে। হামলা বাড়িয়ে ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির নতুন সম্ভাবনাকে ‘প্রত্যাখ্যান’ করেছে বলে মন্তব্য করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে নাজিব মিকাতি বলেন, লেবাননের বিভিন্ন অঞ্চলে আগ্রাসনের পরিধি নতুন করে বাড়িয়েছে শত্রু ইসরাইল। তারা বিভিন্ন শহর ও গ্রাম থেকে সব বাসিন্দাকে সরে যাওয়ার জন্য বারবার হুঁশিয়ারি দিয়েছে। বৈরুতের দক্ষিণের শহরতলিতে তারা নতুন লক্ষ্যবস্তুতে ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। এসব কিছু এটাই নিশ্চিত করেছে যে শত্রু ইসরাইল যুদ্ধবিরতির সব প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ভোরে ইসরাইলের বিমান হামলায় গাজায় আরও ৪৭ জন নিহত হয়েছেন। এ সময় গাজার দেইর আল-বালাহ, নুসিরাত শরণার্থীশিবির ও আল-জাওয়াইদা শহরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা এরই মধ্যে ৪৩ হাজার ছাড়িয়েছে। লেবাননে নিহত হয়েছেন প্রায় ২ হাজার ৮০০ জন।

শুক্রবার প্রায় একই সময়ে বৈরুতের দক্ষিণের শহরতলিতেও হামলা চালিয়েছে ইসরাইল। সেখানে অন্তত ১০টি বিমান হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এসব স্থানে প্রায় এক সপ্তাহ বিরতি দিয়ে এ হামলা চালানো হয়েছে। এখানে হামলা চালানোর আগে অঞ্চলটির ১০টি জায়গা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরাইল। কিন্তু চূড়ান্ত হুঁশিয়ারি প্রকাশ করার আগেই ইসরাইল হামলা শুরু করেছে অভিযোগ উঠেছে।

এসব হামলার আগের দিন বৃহস্পতিবার আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইসরাইল-হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি সম্ভব বলে আশা প্রকাশ করেছিলেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তখন তিনি বলেছিলেন, মার্কিন দূত আমোস হোচস্টেইন বুধবার আমার সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনালাপে তিনি ইঙ্গিত দিয়েছেন, ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইসরাইল-হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি সম্ভব। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-জাদেদকে দেওয়া এক সাক্ষাৎকার তিনি এসব কথা বলেন।

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির একটি প্রস্তাব নিয়ে কাজ করছেন মার্কিন মধ্যস্থতাকারীরা। এ প্রচেষ্টার মধ্যেই লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সম্ভাব্য যুদ্ধবিরতির এই ইঙ্গিত দিয়েছিলেন।

মার্কিন মধ্যস্থতাকারীরা লেবানন থেকে বৃহস্পতিবার ইসরাইলে যান। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে তাদের জানানো হয়েছে, তারা আপাতত যুদ্ধবিরতি নিয়ে তেমন বেশি ভাবছেন না।

বৃহস্পতিবার স্নাতক শেষ করা ইসরাইলি সেনাদের এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেছেন, সমঝোতা, নথিপত্র এবং প্রস্তাব—এসব কিছু আমাদের মূল বিষয় নয়। নিরাপত্তা নিশ্চিত করার জন্য সক্ষমতা ও সংকল্পই আমাদের মূল বিবেচ্য বিষয়। আমাদের বিরুদ্ধে হামলা ও শত্রুদের হাতে অস্ত্র যাওয়া রোধ করাই আমাদের প্রধান কাজ। সব ধরনের চাপ উপেক্ষা করে যতক্ষণ এসব দরকার, ততক্ষণ তা চলবে।

 

সূত্র: যুগান্তর

Spiring 2025 New Design

সর্বশেষ - আন্তর্জাতিক