নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে চলমান আদিবাসীদের উপর হামলা, অগ্নিসংযোগ, সম্পদ লুটপাট ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি। সোমবার (১২ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী কোর্ট শহীদ মিনার চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তারা বলেন, দেশের সকল রাজনৈতিক দল তাদের ব্যবহার করে। তবে, আমাদের নিরাপত্তার প্রশ্নে কেউ পাশে দাঁড়ায় না। গ্রামাঞ্চলে লোকচক্ষুর আড়ালে আমাদের আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন বাসাবাড়িতে হামলা চলছে। পুকুরের মাছে লুট হওয়ার মতো ঘটনা ঘটেছে। আমরা এমন স্বাধীনতা চায়নি। আমরা ভারতে যাবো না আমরা এ দেশের নাগরিক এ দেশেই নিরাপদে থাকতে চাই। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মানববন্ধন উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেষ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, সংগঠনটির রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সুসেন কুমার সান্দোয়ার, রাজকুমার শাওসহ আদিবাসী সম্প্রদায়ের অনুগামীরা।