শুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর
NBIU Spiring 2025 New Ad

হাঁপ ছেড়ে বাঁচলেন দীঘি!

Paris
নভেম্বর ২৯, ২০২৪ ৯:৪২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জনে হাঁপিয়ে উঠেছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। দুজনেই বারবার তাদের সম্পর্ককে নিখাদ বন্ধুত্ব হিসেবে বর্ণনা করলেও কানাঘুষা থামেনি। তবে হঠাৎ-ই তৌহিদ আফ্রিদি অন্যত্র বিয়ের পিঁড়িতে বসায় সে গুঞ্জনের সমাপ্তি ঘটেছে। আর এতেই হাঁপ ছেড়ে বেঁচেছেন দীঘি!

আফ্রিদির বিয়ে নিয়ে প্রতিক্রিয়ায় একটি সংবাদমাধ্যমকে দীঘি বলেছেন, ‘সত্যি সত্যিই তৌহিদ আফ্রিদির বিয়ে হওয়াতে আমি বেঁচে গেছি। আমি তো বিয়ের পরপরই ওর ফোন ধরে বলছি, যাক বাবা, তুই আমারে বাঁচাইছিস। আফ্রিদিও আমাকে বলছে, আমি তোকে বাঁচাইনি, আমি নিজেও বাঁচছি। কারণ, আমাকেও আমাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে অনেক কথা শুনতে হয়েছে।’

হুট করে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন বন্ধু আফ্রিদি। সেখানে থাকতে পারেননি দীঘি, এ বিষয়ে অভিনেত্রীর মন্তব্য, ‘এটা অনেকটা মেয়ে দেখতে গিয়ে বিয়ে হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। ওই দিন শুধু দুজনের কাবিন হয়েছে। বিয়ের রাতে আমি জানতে পারি, আনুষ্ঠানিকতা সেরে বাসায় চলে আসছে।’

অবশ্য আফ্রিদি-রামিসার প্রেমের সম্পর্কের কথা আগে থেকেই জানতেন এই তারকা, ‘আমি যেহেতু আফ্রিদির প্রেমের সম্পর্কের কথা জানতাম, তাই আমাদের দুজনকে জড়িয়ে প্রেমের সম্পর্কের কথা লেখালেখি হতো, তখন এ নিয়ে খুব হাসাহাসি করতাম।’

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আফ্রিদির বিয়ের কিছু ছবি। পরে বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন আলোচিত এই ইউটিউবার।

সূত্র: যুগান্তর